সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি আদায়ে আগামী শুক্রবার রাজধানীতে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (০৯ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, শুক্রবার বাদ জুম্মা ঢাকা মহানগরে উত্তর ও দক্ষিণে এ গণমিছিল অনুষ্ঠিত হবে। বিএনপির পাশাপাশি আন্দোলন শরিক সমমনা রাজনৈতিক দলগুলোও রাজধানীতে গণমিছিল করবে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার বিভিন্ন কৌশলে ক্ষমতাকে চিরস্থায়ী করতে সংবিধান সংশোধন করেছে। তারা বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, বিচার বিভাগকে দলীয়করণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের কাজে ব্যবহার করছে। গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন চালাচ্ছে আওয়ামী লীগ সরকার।

তিনি সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, যুগপৎ ধারায় এক দফার দাবি দেয়া হয়েছে। এরইমধ্যে ঢাকায় মহাসমাবেশ করা হয়েছে। মানুষ বার্তা দিয়েছে এই সরকারের পতন চায়।

সরকার গ্রেফতার ও নির্যাতন করে আন্দোলন দমন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার তালিকা তৈরি করেছে বিএনপির সিনিয়র নেতাদের মামলা দ্রুত শেষ করে সাজা দেয়ার। সরকার জানে নিরপেক্ষ নির্বাচন হলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে সেজন্য একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় সহিংসতা এড়িয়ে চলার চেষ্টা করেছে, অথচ আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে তারা সহিংসতা উস্কে দিয়েছে।