দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া থেকে হঠাৎ দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। প্রতিবছর নভেম্বর মাসের শুরুর কিংবা মাঝামাঝিতে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও এবার তার আগে দেখা দিয়েছে অপরূপ কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য।
সোমবার (১৭ই অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা যায় এই পর্বতশৃঙ্গ। এদিকে এই কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জড়ো হচ্ছেন পর্যটকরা।
কাঞ্চনজঙ্ঘা ভারতের অন্যতম এক সর্বোচ্চ শৃঙ্গ। ১৮৫২ সালের আগে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলেই ধারণা করা হত কাঞ্চনজঙ্ঘাকে। বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার চূড়া। ৮ হাজার মিটারেরও (২৬ হাজার ফুট) অধিক উচ্চতা এই পর্বতের।
কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে গেলে যেতে হয় ভারতের সিকিম ও দার্জিলিংয়ে। কিন্তু বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে চলতি মৌসুমের অক্টোবরের মাঝামাঝি সময়ে পশ্চিমের মেঘ মুক্ত শুভ্র আকাশে উঁকি দিয়েছে বিশ্বের তৃতীয় এই পর্বত শৃঙ্গ। এর আগে গত কয়েকদিন ধরে আকাশ মেঘলা ও ঘনকুয়াশা থাকায় দেখা মেলেনি কাঞ্চনজঙ্ঘার।
ভারতের সিকিম ও নেপালের সীমান্তাঞ্চলে অবস্থিত এ পর্বতের চূড়া অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত মেঘমুক্ত আকাশে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে দেখা যায়। খুব ভোরে অর্থাৎ সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যেই দৃশ্যমান হয় কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। প্রতিবছরই শীত এলে হিমালয়ের এই পর্বতশৃঙ্গের দেখা মেলে। তবে প্রতিদিনই যে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে তা কিন্তু নয়। পর্যটকরা পরিবার নিয়ে কাঞ্চনজঙ্ঘার দেখতে ছুটে এসেছেন তেঁতুলিয়ায়। এদিকে এ সময়ে পর্যটকদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশের পঞ্চগড় জোন জানিয়েছে, বিনোদন প্রেমিদের একটি পছন্দের স্থান তেঁতুলিয়া। বিশেষ করে শীত মৌসুমে। আর এ সময়ের পর্যটকদের কাছে অতি প্রিয় কাঞ্চনজঙ্ঘা। এর পাশাপাশি আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। পর্যটকদের সুরক্ষা ও সেবা দিতে প্রস্তুত রয়েছে তারা।