আজ শুভ প্রবারণা পূর্ণিমা। নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসব উদযাপন করছে। শনিবার (২৮শে অক্টোবর) সকাল থেকে দিনটি উদযাপন করছে বৌদ্ধ ধর্মালম্বীরা।
পূজনীয় ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে এ প্রবারণা তিথি। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস ধরে দেশের প্রতিটি বৌদ্ধ বিহারে হবে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে।
বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ি পূর্ণিমা থেকে তিন মাস বর্ষাব্রত পালন করার পর আশ্বিনী পূনিমা তিথিতে এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষু তাদের সাধনা সিদ্ধির জন্য ধ্যান, সাধনা সংযম পালন করে থাকেন। এই তিন মাস তারা তাদের নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বৌদ্ধ বিহারে রাত্রি যাপন করতে পারেন না।
দিনটি উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাজধানীর সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, নর্দা প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার, উত্তরা বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় সম্মিলিত প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানো হবে।