আজ ২৫ ডিসেম্বর শুভ ‘বড়দিন’। হজরত ঈসার (আ:) জন্মদিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা দিনটিকে বড় উৎসব হিসেবে উদযাপন করে থাকেন। একে ‘ক্রিসমাস ডে’ নামেও অভিহিত করা হয়।

গির্জায় গির্জায় প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা। রাজধানীসহ সারাদেশে গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। উৎসব নির্বিঘœ করতে দেশজুড়ে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ শুভ বড়দিন | ডিএমপি নিউজ

মা মেরির কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন ছোট্ট শিশু যিশু। জন্মের পর রাখা হয়েছিলো বেথেলহেমের একটি গোয়াল ঘরে। তারই আদলে গড়া প্রতিটি গোয়াল ঘরে রাখা হয় শিশু যিশুর প্রতিকৃতি।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও খ্রিস্টান ধর্মানুসারীরা এ দিন যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপনে মেতে উঠছে।  রোববার সন্ধ্যার পর থেকেই গীর্জায় আসতে শুরু করেন অনেকে। ভরে যায় রাজধানীর তেজগাঁও জপমালা রানীর গির্জার প্রার্থনা কক্ষ। পবিত্র সংগীতের মাধ্যমে শুরু হয় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা।

এই দিনটিতে সবাইআনন্দ ভাগাভাগি করে নেন বলে জানালেন খ্রিষ্ট ধর্মাবলম্বীর সাধারণ মানুষ।

শুভ বড়দিন আজ | খবর ২৪ ঘণ্টা

এরআগে সন্ধ্যায় রাজধানীর গির্জা পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে সাংবাদিকদের তিনি জানান, বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, সারাদেশের গিজায় গির্জায় বড়দিন উদযাপনের অনেক আয়োজন হয়েছে। মেহেরপুরের খ্রীস্টান অধ্যুষিত পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। পাড়ায় পাড়ায় তৈরি করা হয়েছে গোশালা। রঙ বেরঙের কাগজ দিয়ে সাজানো হয়েছে গির্জাগুলো। রয়েছে আলোকসজ্জাও।

আজ শুভ বড়দিন - lalsobuzerkotha

নাটোরে সাজিয়ে তোলা হয়েছে জেলার ৩৩ টি গির্জা। বাড়িতে গোয়ালঘর তৈরি ও উঠানে আল্পনা আঁকার পাশাপাশি  পিঠাপুলি তৈরি হয়েছে।

বড়দিনে চট্টগ্রাম নগরীর পাথরঘাটার গীর্জায় আলপনাসহ নেয়া হয়েছে নানা প্রস্তুতি। গীর্জায় প্রার্থনায় এসেছেন তরুণ তরুণীরা। এছাড়া মাগুরা ও গোপালগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।