সংসদের ছয়টি শূন্য আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। তবে ভোটারদের উপস্থিতি কেন্দ্রে কম দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জের একটি কেন্দ্রে ককটেল পাওয়ায় উত্তেজনা দেখা দেয়। অনিয়মের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচন বর্জন করেছেন একজন স্বতন্ত্র প্রার্থী।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সব কেন্দ্রে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে, ভোটগ্রহণ চলবে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ছয়টি আসনের মধ্যে ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন বেশ আলোচিত। এই উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ নিখোঁজ বলে দাবী করছে তার পরিবার। তবে, নির্বাচন কমিশন বলছে তিনি আত্মগোপনে থাকতে পারেন। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। আবু আসিফের স্ত্রী কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন।

ভোটে অনিয়মের অভিযোগ এনে চাপাইনবগঞ্জ-২ আসনের উপনির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার।

এদিকে, চাপাইনবাবগঞ্জ-৩ আসনের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর পর আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই কেন্দ্র থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বগুড়া-৪ ও ৬ সংসদীয় আসনে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের ভিড়। এই দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একটি কেন্দ্রে তাঁর এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ  করেছেন।

ঠাকুরগাঁও-৩ এর উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। ভোটকেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।