শেখ হাসিনা কারো কাছে ক্ষমতা ছাড়বে না, নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা জানান তিনি। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ষড়যন্ত্র করছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন,আওয়ামী লীগ নেতারা।
শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জিরো পয়েন্ট থেকে গুলিস্তান পর্যন্ত গোটা সড়ক রুপ নেয় জনসমুদ্রে।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে জানিয়েছে দলের সিনিয়র নেতারা বলেন, তাদের সাথে কোনো আপস হবে না।
সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিদেশীদের শক্তি নিয়ে চলা বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। শেখ হাসিনা কারো কাছে ক্ষমতা ছেড়ে দেবে না বলে জানান ওবায়দুল কাদের।
বিএনপি ঢাকা অবরোধ করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই বলেও জানান আওয়ামী লীগ নেতারা।