জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, সংবিধানের অধীনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন করতে হবে।

রোববার বিকেলে মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন শেষে ছাত্রলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এজন্য সকলেরই কষ্ট হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনার কোন বিকল্প নেই। আগামীর প্রজন্মের ভবিৎষতের জন্য দরকার, শেখ হাসিনা সরকার।

এদিন চীফ হুইপ শিবচরের শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়র ভবনের নতুন ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন। এছাড়া রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন।