দশমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ (সোমবার) সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দেন স্পিকার।
এসময় চিফ হুইপ নুর ই আলম চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপরাও শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। গণভবনে শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
এরআগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত আওয়ামী লীগ সভাপতিকে গণভবনে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ড. এবিএম আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২৪শে ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।