সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমঝোতা স্মারক সই করেছেন সেটা নিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিক্রির অভিযোগ তুলেছেন। সেটার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশ বিক্রি করে না, আমরা দেশ স্বাধীন করেছি। বরং যারা অভিযোগ তুলে তারাই বিক্রি হয় বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভারতকে রেল যোগাযোগ সুবিধা দিলে ক্ষতি কোথায়? আমরা কি দরজা বন্ধ করে দিয়ে বসে থাকব?’

একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত রেল যোগাযোগ চুক্তির বিষয়ে প্রশ্ন রেখে বলেন, ‘এ চুক্তির ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। কেউ কেউ এ চুক্তিকে ভারতের কাছে দেশ বিক্রির চুক্তি হিসেবেও উল্লেখ করছেন। এ বিষয়ে আপনার মন্তব্য কী?’ এর জবাবে প্রধানমন্ত্রী সাংবাদিকের কাছে জানতে চান, ‘আমি কীভাবে দেশটা বিক্রি করলাম? কিছু বিক্রি করলে তো দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করতে হয়। আমি কীভাবে বিক্রি করলাম?’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভারতে রেল যোগাযোগ সুবিধা দিলে সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখছি না। এ চুক্তির মাধ্যমে যদি দেশের উন্নয়ন ও অগ্রগতি হয় এবং জনগণের কল্যাণ হয়, তাহলে আমি এ চুক্তি কেন করব না।’

রেল যোগাযোগ চু্ক্তির বিষয়ে সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। ভারত সম্পূর্ণ বিনা স্বার্থে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এখন অনেক গভীর। কাজেই ভারতের কাছে আমি দেশ বিক্রি করে দেব কিংবা ভারত আমাদের দেশ দখল করে ফেলবে, এগুলো গুজব ছাড়া আর কিছু নয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে আমার এ সফর ছিল দেশের মানুষের জন্য অত্যন্ত গৌরবের। এ সফরের ফলে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২১ থেকে ২২ জুন নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।