ছুটির দিনে সকালেই জমে উঠেছে শেষ সপ্তাহের বইমেলা। পাঠক ক্রেতার ভিড়ে মুখর মেলা প্রাঙ্গন। সকালটা শিশুপ্রহর হওয়ায় শিশু কিশোররা মেতেছিল সিসিমপুরের গান, নাচ আর আনন্দ আড্ডায়। আজও বই মেলায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপর দেখা গেছে।

শেষের দিকে চলে এসেছে অমর একুশেবইমেলা। শেষ শনিবার ছুটির আমেজে বইমেলা সকাল থেকেই জমে উঠেছে। ক্ষুদে পাঠক-ক্রেতাদের পদচারণায় মুখর শিশুপ্রহর। তাদের উচ্ছ্বাস, কোলাহল, ছড়ায় গানে সিসিমপুর হয়ে ওঠে আনন্দপুর।

শিশু কিশোর পাঠকেরা খুঁজে খুঁজে বেছে নেয় তাদের পছন্দের বই। মেলার শেষ সপ্তাহে ক্রেতাদের ভিড় ও বিক্রি দুটোই বেড়েছে বলে জানান বিক্রেতারা।

বেলা যতো গড়ায় বাড়ে মেলায় সব বয়সি মানুষের ভীড়। প্রবেশ পথগুলোতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর রয়েছে বাড়তি নজরদারী।