মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিএ ঈদ- উল- আজহা’র আর মাত্র বাকী এক দিন। ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদ উদযাপনের প্রধান লক্ষ্য কোরবানি। এলক্ষে মানুষ ও কোরবানির পশুতে একাকার রাজধানীর বিভিন্ন পশুর হাট। হাটগুলোতে বেচাকেনা শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে। ক্রেতারাও গরুর তাদের সাধ্যমত দামে পছন্দের গরুটি কিনে নিয়ে যাচেছন। গত কয়েক দিনের তুলনায় হাটে গরুর দাম ও বেশ সস্তা।
এবার ঈদের মাত্র একদিন আগে এই হাটে গরু ছাগল কেনাবেচা জমে উঠে। যারা হাটে যাচ্ছেন তারা মাঝারি আকৃতির গরু খুঁজছেন কম দামে কেনার জন্য। এজন্য মাঝারি আকৃতির গরুর তুলনামূলক ভাবে চাহিদা একটু বেশি। বড় গরু নিয়ে যারা হাটে আছেন তাদের কাছে ক্রেতারা খুব কম ভিড় করছেন। তবে,হাটে কোরবানির জন্য তৈরি করা বড় গরুগুলো ও এসেছে। কিন্তু দাম তুলনামূলক ভাবে একটু বেশি।
বিক্রেতারা বলছেন, এখন বেশি চলছে ৭০, ৮০, ৯০ এবং সর্বোচ্চ ১ লাখ টাকার গরু। এরমধ্যে সাইজে ছোট গরু ৭০-৮৫ এবং মাঝারি সাইজের গরু ৮০ হাজার থেকে ১ লাখ টাকা দামে বিক্রি হচ্ছে। আর বড় সাইজের গরু ন্যূনতম ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ বা আরও বেশি দাম চাওয়া হচ্ছে। অবশ্য হাজারীবাগ হাটে ক্রেতার সংখ্যা কিছুটা কম হওয়ার কারণে এখন আর কেউ নতুন করে গরু আনতে চাইছেন না। বরং যার কাছে যা গরু আছে সেগুলো মোটামুটি লাভে ছেড়ে দিতে পারলেই হাফ ছাড়ছেন।
অপরদিকে এখনো দল বেঁধে গরু কিনতে আসতে দেখা গেছে ক্রেতাদের। দুপুর একটার দিকে হাটের উত্তর পাশের গেট সংলগ্ন এলাকায় দেড় লাখ টাকা চাওয়া গরু ৮০-১ লাখ টাকায় কেনার জন্য দামাদামি করতে দেখা গেছে।