চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে শনিবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২১৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। রোববার (১ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ২১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি, সৌদি এয়ারলাইনসের ৮০টি, ফ্লাইনাস এয়ারলাইনস ৩১ ফ্লাইট পরিচালনা করেছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সৌদি পৌঁছান ৪১ হাজার ৯০২ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৭৮৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ১২ হাজার ৪৭৩ জন হজযাত্রী সৌদি পৌঁছান।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। হজ কার্যক্রম বাস্তবায়নে অংশ নিয়েছে মোট ৭০টি হজ এজেন্সি। প্রথম ফ্লাইটটি যাত্রা করেছিল ২৯ এপ্রিল, যেখানে ৩৯৮ জন যাত্রী ছিলেন। সবশেষ ফ্লাইটটি হয়েছে ৩১ মে।
হজ কার্যক্রমের মধ্যে দুঃখজনকভাবে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশি হজযাত্রী সউদী আরবে মারা গেছেন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ এবং একজন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী, ৯ জন মক্কায় এবং ৬ জন মদিনায় মারা যান। সর্বশেষ মৃত্যু হয় ২৯ মে, নিহতের নাম মোজলেম হাওলাদার, তিনি মাদারিপুর জেলার বাসিন্দা।
আগামী ১০ জুন থেকে হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা চলবে ১০ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে সকল হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
সবশেষে বলা যায়, হজযাত্রী পরিবহনের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন শুরু হবে হজ পালন ও এরপরের প্রত্যাবর্তনের প্রস্তুতি। দেশের ধর্মপ্রাণ মানুষদের জন্য এটি এক গর্বের বিষয় যে, নির্ধারিত সময়সীমার মধ্যে সুশৃঙ্খলভাবে এত বড় একটি আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে।