আজ ১৫ই আগস্ট, জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে একদল বিপথগামী সেনা সদস্য স্বাধীনতার স্থপতি ও তাঁর পরিবারের প্রায় সবাইকে নির্মমভাবে হত্যা করে। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে এসেছে ১৫ই আগস্টের দিনটি। টানা ১৫ বছর পর এবারই প্রথম দিনটি রাষ্ট্রীয়ভাবে ও জাতীয় শোক দিবস হিসেবে পালন হচ্ছে না।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এর পর গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকার ১৫ই আগস্টের সরকারি ছুটি বাতিল করে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাজধানীতে আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ই আগস্টের কর্মসূচি পালনসহ নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদনের কথা ছড়িয়ে পড়েছে। যেখানে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং শোক র‌্যালির আয়োজন করার কথা বলা হয়েছে। আওয়ামী লীগ সমর্থক, বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকেও আজ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলনের কথা বলা হয়েছে।

এছাড়া গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগ আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে দিবসটি পালনের ঘোষণা দিয়েছে।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিবার-পরিজনও হত্যাকাণ্ডের শিকার হয়। তবে প্রবাসে থাকায় জীবন রক্ষা পায় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার।