কাতার বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে ঘানা। এই জয়ে আসরটির শেষ ষোলোর আশা দারুণভাবে বাঁচিয়ে রাখল দেশটি। তবে হেরে গেলেও এখনও শেষ হয়নি দ. কোরিয়ার আশা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে উরুগুয়েকে গোলশূন্য রুখে দিয়েছিল দক্ষিণ কোরিয়া। দারুণ সূচনার পর দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষেও প্রধান্য নিয়ে শুরু করেছিল। তবে একের পর এক আক্রমণ করেও সাফল্য পাচ্ছিল না দলটি।

উল্টো ম্যাচের ২৪তম মিনিটে মোহাম্মদ সালিসুর গোলে পিছিয়ে পড়ে কোরিয়া। মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ কওে আফ্রিকার দেশটি। গোল করেন মোহাম্মদ কুদুস। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে দক্ষিণ কোরিয়া। ৩৮ আর ৪৫ মিনিটে দুইটি সুযোগও সৃষ্টি কওে তারা। তবে ঘানার ডেডলক ভাঙতে পারেনি। তাতে ২-০ তে এগিয়ে বিরতিতে যায় ঘানা।

বিরতি থেকে ফিরে অলআউট অ্যাটাকে যায় কোরিয়া। তাতেই মেলে সাফল্য। ৫৮তম মিনিটে লি কাংয়ের ক্রস দারুণ এক হেডে বল জালে জড়ান গুয়ে সাং। এর ঠিক ৩ মিনিট পর তার গোলেই সমতায় ফেওে দক্ষিণ কোরিয়া।

তবে ৬৮ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে আবার এগিয়ে যায় ঘানা। এবারও গোল করেন সেই কুদুস। পিছিয়ে পওে আক্রমণের ধার আরো বাড়ায় দক্ষিণ কোরিয়া। ৭৬তম মিনিটে সান হুন মিনের শট রুখে দিয়ে ঘানাকে বাঁচিয়ে দেন গোলরক্ষক। ৮৬ মিনিটে গোলের সহজ সুযোগ মিস করেন জিন সু।

বাকি সময়ে আরো কয়েকটি জোাড়ালো আক্রমণ করে এশিয়ার দেশটি। তবে প্রতিবারই তা ঘানার রক্ষণে বাধাগ্রস্ত হয়। তাতে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় সান হুন মিনদের।

এই গ্রুপে দুই ম্যাচে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ১, সমান ম্যাচে ঘানার পয়েন্ট ৩ আর এক ম্যাচ খেলা পর্তুগালের ৩, উরুগুয়ের ১।