সব প্রক্রিয়া ঠিকভাবে করেও মালয়েশিয়া্য় যেতে না পারা শ্রমিকদের বিষয়ে আলোচনা হয়েছে জাতীয় সংসদে। আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা বলেছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু এক সম্পূরক প্রশ্নে নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় লোক পাঠানোর ব্যর্থতা কার সে বিষয়ে জানতে চান।

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। প্রথমে চলতি অধিবেশনের জন্য সভাপতিমন্ডলীর মনোনয়ন দেন স্পিকার। পরে শোক প্রস্তাব গৃহীত হয়।

দিনের কার্যসূচী অনুযায়ী অধিবেশনের প্রথম ৩০ মিনিট সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের উত্তরে সংসদ নেতা বলেন, সবকিছু ঠিক থাকার পরও শ্রমিকদের মালয়েশিয়া যেতে না পারার কারণ কী তার অনুসন্ধান চলছে। দালালদের খপ্পড়ে না পড়ে সরকারি নিয়ম মেনে বিদেশে যাওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভিসা পেয়েও বাংলাদেশি শ্রমিকরা কেন মালয়েশিয়ায় যেতে পারলোনা তার তদন্তচলছে। দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় জনগণের উপকার হবে কিনা সেটা সবার আগে বিবেচনা করতে হবে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে বলেন সংসদ নেতা।

অন্য প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের সময় তা জনগনের কতটা উপকারে আসবে, তা পরিবেশ বান্ধব কিনা এবং তা থেকে কী রিটার্ণ আসবে এসব বিবেচনায় রেখে নেয়া হয়। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে তা এডিপি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি বিভাগে মেডিকলে কলেজ গড়ে তোলা হবে। তবে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থা বিবেচনায় এসব কলেজ অনুমোদন দেয়া হবে। স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।