শ্রমিক অসন্তোষের কারণে তৈরী পোশাক খাতে গত এক মাসে ৪০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন- বিজিএইএম। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় সাংবাদিকদের তারা জানান, গেল ৫ই আগস্ট বিগত সরকারের পতনের পর সেপ্টেম্বরে হঠাৎ অস্থির হয়ে ওঠে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। এই সময়ে প্রচুর পরিমাণে ক্রয়াদেশ হারাতে হয়েছে। এতে সংকটে পড়েছে এই শিল্পের ভাবমূর্তি।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, তৈরি পোশাক খাতে অনেক উদ্যোক্তা বিভিন্ন প্রতিকূলতার কারনে ব্যবসায় টিকতে পারছেন না। বিজিএমইএ দীর্ঘ দিন ধরে বলে আসছে এসব উদ্যোক্তাদের জন্য একটি নিরাপদ এক্সিট পলিসি’র প্রয়োজন।
গত দুই মাসে পোশাক শিল্পে দীর্ঘায়িত শ্রম অস্থিরতায় আমাদের অনেক মাশুল দিতে হয়েছে জানিয়ে রফিকুল ইসলাম বলেন, আমরা চাই না এই পরিস্থিতির পুনরাবৃত্তি হোক। যারা শিল্প ও অর্থনীতি নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে কঠিন আইনের আওতায় আনার জন্য আহবান জানাচ্ছি।
শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন,আমরা শত চ্যালেঞ্জ স্বত্ত্বেও ১৮ দফা দাবী মেনে নিয়েছি, এর পরও যদি পোশাক খাতে নৈরাজ্য চলে বা অনাকাঙখিত ঘটনা ঘটে, তবে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকেই নিতে হবে।