গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের দেওয়ানেরচালা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক হয়েছেন দুই ডাকাত। পরে ওই দুই ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ পিকআপসহ দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। এসময় তাদের আরো দুই সহযোগী পালিয়ে যায়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মোঃ মোস্তফার ছেলে ইয়াসিন (২৫) ও একই জেলার নান্দাইল উপজেলার উদন গ্রামের আবুল কালামের ছেলে নাইম (২২)।

শ্রীপুর থানার উপ—পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, আটককৃতদের নামে থানায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে।