এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল ভারত। শ্রীলঙ্কার দেয়া ৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে সহজেই জয় ছিনিয়ে নিল রোহিত শর্মারা। এটা তাদের অষ্টম এশিয়া কাপ ট্রফি।

সোমবার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এশিয়া কাপের সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা।

ব্যাটিং করতে নেমে লঙ্কানরা খেলতে পেরেছে কেবল ৯২ বল। এই সময়ে ভারতীয় পেসাররা সবকটি উইকেট তুলে নিলে স্কোরবোর্ডে ৫০ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা।

দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান এসেছে ওয়ান ডাউনে নামা কুশল মেন্ডিসের ব্যাট থেকে। এছাড়া লোয়ার অর্ডারে নামা দুশন হেমন্থ ১৩ রানে অপরাজিত থাকেন। তবে এদিন দলের বাকি ৯ ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ভারতের হয়ে ২১ রানে ৬ উইকেট শিকার করে সেরা বোলার মোহাম্মদ সিরাজ। হার্দিক পান্ডিয়াও মাত্র ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া জশপ্রিত বুমরাহ ৫ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

৫১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার উড়ন্ত সূচনা করে। গুভমন গিল ও ইশান কিশানের উদ্বোধনী জুটিতে সপ্তম ওভারেই ১০ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। এই জয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের ঘরে তুলল ভারত।