এবারের বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান অন্যরকম চেহারায়! বিশ্বকাপজয়ী দলগুলোকে হেসে খেলে হারিয়ে দিচ্ছে। এবারে পরাজয়ের তেতো স্বাদ পেলো শ্রীলঙ্কা। পুনেতে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অলআউট হয় ২৪১ রানে।
ব্যাট করতে নেমে লঙ্কানদের শুরুটা ভালো ছিলো না। দলের ২২ রানেই বিদায় নেন ওপেনার দিমুথ করুণারতেœ। তবে পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিসের দৃঢ়তায় প্রাথমিক চাপ সামাল দিয়ে লড়াকু সংগ্রহের পথে এগুতে থাকে শ্রীলঙ্কা। নিশাঙ্কা দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া কুশল মেন্ডিস করেন ৩৯ রান। জবাবে ব্যাট করতে নেমে, রহমত শাহ, হাসমুতউল্লাহ শাহিদী ও আজমত উল্লাহ ওমরজাইয়ের হাফ সেঞ্চুরিতে ৪৫ ওভার ২ বলেই জয় পায় আফগানিস্তান। এই নিয়ে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ও পাকিস্তানের পর শ্রীলঙ্কাকেও হারালো আফগানিস্তান। এই জয়ে আফগানিস্তান পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে।