শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সকলের সহযোগিতা চেয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার শপথ গ্রহন শেষে তিনি এ কথা বলেন।

তবে, দেশটিতে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেও এখন রাজনৈতিক জটিলতা কাটেনি। ইতিমধ্যে বিক্রমাসিংহের বিরোধিতা করেছে অনেকে। ক্ষমতায় থাকাকালে স্বজনপ্রীতি, দুর্নীতিসহ নানা ঘটনায় সমালোচিত বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল।

শ্রীলঙ্কার প্রভাবশালী বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারাও তাঁর বিষয়ে আপত্তি জানিয়েছেন। তবে বিক্রমাসিংহের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।