ভারত বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ই্ংল্যান্ডকে হেসেখেলে হারারো শ্রীলঙ্কা। ইংলিশদের বিপক্ষ ৮ উইকেটের বড় জয় পেয়েছে লঙ্কানরা। এই হারে বিশ্বকাপের সেমিফাইনালে উঠা ইংল্যান্ডের জন্য কঠিন হয়েছে।

আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ২৫.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। যা বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের বিপক্ষে লঙ্কানদের টানা পঞ্চম জয়।

অন্যদিকে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের এটা পঞ্চম ম্যাচে চতুর্থ হার। একমাত্র বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে তারা। হেরেছে নিউ জিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কাছে।

বিশ্বকাপের ২৫তম ম্যাচে আজ ব্যাঙ্গালোরোতে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৪৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে তারা। ২ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশের নিচে অবস্থান ইংলিশদের।

জনি বেয়ারেস্টো ও ডেভিড মালানের ব্যাটে সুন্দর শুরু পেলেও সেটি বেশিক্ষণ টিকলো না ইংলিশদের। সপ্তম ওভারে ২৮ রান করে ফিরে যান মালান। তিনে নামা জো রুট করেন মাত্র ৩ রান। কিছুক্ষণ পর ওপেনার বেয়ারস্টো উইকেট হারান ৩০ রান করে। এরপর এক প্রান্ত আগলে রাখেন বেন স্টোকস। তবে অপরপ্রান্তে উইকেছের মিছিল চলছিল ইংলিশদের।

৩০তম ওভারে গিয়ে বিদায় নেন স্টোকস। ম্যাচজুড়ে লড়াই করেও অবশ্য তিনি ফিফটির দেখা পাননি। ৭৩ বলে ৪৩ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে। মিডল ও লোয়ার-অর্ডারদের ব্যর্থতায় অল্প রানেই গুটিয়ে যায় ইংলিশরা।

লঙ্কানদের হয়ে ৭ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট নেন লাহিরু কুমারা। জোড়া উইকেট পান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কাসুন রাজিথা। একটি উইকেট ধরেন থিকসানা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। ৪ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন কুশল পেরেরা। তিনে নেমে সুবিধা করতে পারেননি কুশল মেন্ডিস। এই ইনফর্ম ব্যাটার সাজঘরে ফিরেছেন ১১ রান করে। ২৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়েছিল শ্রীলঙ্কা।

তবে তৃতীয় উইকেট জুটিতে সাদিরা সামারাবিক্রমা ও পাথুম নিশাঙ্কার ব্যাটে ঘুরে দাড়ায় শ্রীলঙ্কা। এই দুইজনই হাফ সেঞ্চুরি তোলে নিয়েছেন। শেষ পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। নিশাঙ্কা অপরাজিত থেকেছেন ৭৭ রান করে। আর সামারাবিক্রমা ৬৫ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।

এর আগে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান দেখে-শুনে শুরু করেছিলেন। সপ্তম ওভারে ২৮ রান করা মালানকে সাজঘরে ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনে নেমে রান আউটে কাটা পড়েছেন জো রুট। ইনফর্ম এই ব্যাটার এদিন দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন।

বেয়ারস্টো উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। এরপর জস বাটলার, লিয়াম লিভিংস্টোনদের কেউই সুবিধা করত পারেননি। তাদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টোকস। এই মিডল অর্ডার ব্যাটার ৪৩ রানে ফিরলে ইংল্যান্ড থামে ১৫৬ রানে।