সিলেটে নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারলো বাংলাদেশ। বৃষ্টি আইনে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৭ ওভারে। শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশের সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ৭ ওভারে ৪১ রানের। কিন্তু সেটিও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। হেরে গেছে ৩ রানের ব্যবধানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মেয়ে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করতেই নামে বৃষ্টি। পরে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ রানে হারায় সেমিফাইনালে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেলো বাংলাদেশের। এখন মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে থাইল্যান্ডের শেষ ম্যাচের ফলের দিকেও।
নতুন লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওভারপ্রতি ছয় রানের লক্ষ্যে পুরো ইনিংসে একটিমাত্র বাউন্ডারি হাঁকাতে পেরেছে তারা।
দলের পক্ষে ১১ বলে সর্বোচ্চ ১২ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ব্যাট থেকেই এসেছে একমাত্র বাউন্ডারি। ইনিংসের ষষ্ঠ ওভারে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। তখনই মূলত পরাজয় নিশ্চিত হয়ে যায়।
শ্রীলঙ্কার হয়ে দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন ইনোকা রানাবিরা। এছাড়া ওশাদি রানাসিংহের শিকার এক উইকেট। রানআউট হয়েছেন বাকি দুইজন।