শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রথম ফিল্ড মার্শাল শরৎ ফনসেকা। পার্লামেন্টের বেশির ভাগ সদস্য যদি তাঁকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেন, তবে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফিং কালে শরৎ ফনসেকা এ আগ্রহ প্রকাশ করেছেন বলে জানায় দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর।
এসময় তিনি জানা, বিরোধী দল এসএলপিপির (শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা) কয়েকজন এমপিসহ পার্লামেন্টের কিছু সদস্য তাকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্ধিতা করার আহবান জানিয়েছেন।
প্রেসিডেন্ট পদে প্রার্থীতার বিষয়টি দলের নেতা সাজিথ প্রেমাদাসা জানেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শরৎ ফনসেকা বিষয়টি ব্যক্তিগত এবং নেতার কাছে বলার প্রয়োজন নেই বলে অভিহিত করেন।
সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের উদ্দেশে শরৎ ফনসেকা দখলকৃত রাষ্ট্রীয় ভবন তাড়াহুড়া করে ছেড়ে না যাওয়ার পরামর্শ দেন।