অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভের জেরে আবারও জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। শুক্রবার (৬ই মে) দেশটির সরকারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৬ই মে) মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বৈদেশিক ঋণের ভারে ভেঙে পড়া অর্থনীতির জন্য রাজনীতিকদের দায়ী করে দেশব্যাপী বিক্ষোভ করছে দেশটির নাগরিকেরা। দিন দিন বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিক্ষোভকারীরা গোতাবায়া সরকারের পদত্যাগ দাবি করছেন। এর মধ্যে দেশে জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট।

শুক্রবার পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং জলকামান ছুড়েছে। তাঁরা শ্রীলঙ্কার পার্লামেন্টের সামনে বিক্ষোভ করছেন। পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে অ্যাকশনে যায় পুলিশ। যেখানে সরকারের পদত্যাগ দাবিতে ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘট ডাকায় দেশ প্রায় অচল হয়ে যায়।