প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে আজ (বুধবার) জানানো হয়েছে এ তথ্য। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র এ সব কথা বলেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন গতকাল মঙ্গলবার দিবাগত রাতে। এরপর সকাল থেকেই রাজধানী কলম্বোতে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ কমাতে কাদানে গ্যাস ছোড়ে পুলিশ। রাজধানীতে নামানো হয় সেনা। এরপরই শ্রীলঙ্কা জুডে জরুরি অবস্থা জারি করা হয়। আর দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ।

এদিকে, হাজার হাজার বিক্ষোভকারী ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছেন – গ্যালে ফেস গ্রিনের প্রধান প্রতিবাদ স্থান থেকে প্রায় ২০ মিনিটের হাঁটা দূরত্বে প্রধানমন্ত্রীর বাসভবন। তারা সেখানে রনিলের পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছিলেন রাজাপাকসের পদত্যাগের পর একটি সর্বদলীয় অন্তর্র্বতী সরকার গঠন হলে তিনি পদত্যাগ করবেন। তবে বিক্ষোভকারীরা বলছেন এখনই তাকে পদত্যাগ করতে হবে। কারণ শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্বয়ংক্রিভাবে ৩০ দিনের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত রাতে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে পাড়ি জমান গোটাবায়া রাজাপাকসে। তবে এখনো রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেননি তিনি। ফলে সংবিধান অনুসাওে তিনিই এখনো দেশটির রাষ্ট্রপতি। তার পদত্যাগের আগে নতুন সরকার গঠন করতে পারবে না শ্রীলঙ্কা।