চলতি হজ মৌসুমের ষষ্ঠ দিনে হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯ হাজার ১৪৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।শুক্রবার দিবাগত রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

সৌদিতে আগত ১৯ হাজার ১৪৯ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ১৪৫৮৫ জন হজযাত্রী।

হজ বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম এর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের মক্কার বাড়ি সরেজমিনে পরিদর্শনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উল্লে­খ্য,চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭শে জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১শে মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২শে জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী দোসরা জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে দোসরা আগস্ট।