বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও ‘সময়োচিত সংস্কার পদক্ষেপ’ নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অগ্রগতির ধারাবাহিকতায় আগামী সাধারণ নির্বাচনে টানা চর্তুথ মেয়াদে শেখ হাসিনা জয়ী হয়ে সরকার গঠন করবেন। আমেরিকার সাময়িকী ব্লুমবার্গ এ প্রকাশিত প্রতিবেদনে এই ইঙ্গিত দেয়া হয়েছে।

স্বাধীনতার ৫৩ বছরে বহু উত্থান পতনের মধ্য দিয়ে অর্থনৈতিক ভাবে ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। কৃষি, জ্বালানী ও নানান ক্ষেত্রে দেশের এগিয়ে যাওয়ার চিত্র বিগত কয়েক বছরে আরও ফুটে উঠেছে। বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রয়েছে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অর্থনৈতিক নীতি।

আমেরিকার নিউইয়র্ক ভিত্তিক অর্থনীতি বিষয়ক সাময়িকী ব্লুমবার্গ এ প্রকাশিক নিবন্ধে এসব বলা হয়েছে। অরুণ দেবনাথের লেখা নিবন্ধটি ব্লুমবার্গের ২৭ মার্চ সংখ্যা প্রকাশিত হয়েছে। যার শিরোনাম- ‘বাংলাদেশ লিডার বেটস আইএমএফ-ম্যান্ডেটেড রিগর, উইল পে অফ ইন পোলস’।

এতে বলা হয়, গত জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সহায়তা চাওয়া দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে সর্বশেষ ছিল বাংলাদেশ। দেশটি দ্রুত জ্বালানির মূল্যবৃদ্ধির পর প্রথম ঋণ অনুমোদন পেয়েছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক্ষেপ গ্রহণে পিছপা হননি। যেখানে নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিশ্বজুড়ে সরকারি দলের নেতারা প্রায়ই আইএমএফের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে পিছিয়ে যান।

ব্লুমবার্গ এর নিবন্ধে বলা হয়, বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির জন্য আশা করা হচ্ছে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনার দল জয়ী হবে এবং সরকার গঠন করবে। এর কারণ হিসেবে শুধুমাত্র বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে শেখ হাসিনার অগ্রগতিকেই বিবেচনা করা হচ্ছে।