বেগম ফজিলাতুন নেছা মুজিবকে স্মরণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘তিনি একজন আদর্শ নারীর রোল মডেল। তিনি কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা, সহকর্মী। সংকটে সংগ্রামে বেগম মুজিবই ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধা।’ আজ সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, বেগম ফজিলাতুন নেছা মুজিব যদি সংকটে সংগ্রামে বিশ্বস্ত সহযাত্রী হিসেবে পাশে না থাকতেন, সংকটে তিনি পরিবার ও দলকে সামাল না দিতেন; তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবের বঙ্গবন্ধু হওয়া, জাতির পিতা হওয়া ছিল অনেক দূরের ব্যাপার। বেগম মুজিব সংকট সংগ্রামে পাশে ছিলেন বলেই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছিলেন, বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছিলেন।
বিএনপিকে রাজপথে মোকাবিলা ও ফয়সালার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়, বিএনপি তো এই পথে নতুন। আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে।
বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজপথ কাউকে ইজারা দেয়া হয়নি। আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে। আপনারা (বিএনপি) রাজপথে আসুন, মোকাবিলা হবে, ফয়সালা হবে। তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়ংকর।