ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৬ আগস্ট) এক্স পোস্টে নরেন্দ্র মোদি এ কথা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূস টেলিফোন কলে মতবিনিময় করেছেন।
অন্যদিকে, ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী ড. ইউনূসকে আশ্বাস দিয়েছেন যে, ভারত বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা, শান্তি ও প্রগতি রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে।