সংঘাত নয়, শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তন চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অধীনে এ দেশে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা নিরপেক্ষা নির্বাচন চাই। কোনো সংঘাত চাই না। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পরিবর্তন চাই।’
শুক্রবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে তিনি একথা বলেন। এসময় বিএনপির সিনিয়র নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনোভাবেই মেনে নেয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি রাজপথেই ফয়সালা করা হবে।
ক্ষমতায় টিকে থাকতে সরকার মরণ কামড় দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। জনগণের উত্তাল তরঙ্গকে ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেতাকর্মীদের নামে গায়েবি মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ দশ দফা দাবি বাস্তবায়নে শুক্রবার ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগরে সমাবেশ করেছে বিএনপি।
রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সমাবেশে দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতায় দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিরোধীদল দমন করতে মামলা-হামলার পথ বেছে নিয়েছে।
সমাবেশে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেন, সরকার মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ, টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১৫জন। এসময় ১০ জন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটে পুলিশি বাধার কারণে নির্ধারিত রেজিস্ট্রারি মাঠের বদলে শহরের কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।