প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংঘাত নয়, বিশ্বজুড়ে শান্তি চায় বাংলাদেশ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনায়, তিনি একথা বলেন। শান্তিরক্ষী বাহিনীতে কার্যকর অংশগ্রহণ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান সুসংহত করেছে বলে জানান প্রধানমন্ত্রী। শান্তিরক্ষী মিশনে নিয়োজিত সবাইকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের সাথে কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এবছর শান্তিরক্ষী মিশনে নিহত এবং আহত সদস্যদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক।

পরে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের প্রতিনিধিরা দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক এবং মানবিক কাজ করে যাচ্ছে তারা। শান্তিরক্ষী মিশনে দেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনা অতিমারির পরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। সংঘাত এড়িয়ে সবাইকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ চাইলে বাংলাদেশ আরো সদস্য পাঠাতে প্রস্তুত আছে বলেও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।