গণপরিষদ গঠন কিংবা সংবিধান পুনর্লিখন নয়, বর্তমান সংবিধানে কিছু সংশোধন এনে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, দ্রুত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ জেহাদ দিবসের আলোচনায় এ দাবি জানান তারা। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। এজণ্যে সকলকে সতর্ক থাকতে হবে।

৯০ এর স্বৈরাচার পতনের আন্দোলনে নিহত শহীদ জেহাদ এর ৩৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহারসহ বিদায়ী স্বৈরাচার সরকারের নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার থাকার কথা বলেন দলের কেন্দ্রীয় নেতারা।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা জরুরি। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বর্তমান সংবিধানের কিছু ধারা সংশোধন করে নির্বাচনের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনার দোসররা নানা ধরনের গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্রে ফিরে যেতে হবে দ্রুত সময়ে মধ্যে। কারণ,  জনগন তাদের প্রতিনিদের দ্বারা শাসিত হতে চায়। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। তারা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার যড়যন্ত্র করছে। নানা ধরনের গুজব ছড়াচ্ছে, সেই গুজবে কান না দেয়ার আহবান জানান তিনি।

এছাড়াও স্বরণ সভায় উপস্থিত দলটির নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চোয়ারপার্সন ডারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবী জানান।  সেই সাথে দ্রুত নির্বাচনের রোড ম্যাপের ঘোষনা কথাও জানান তারা।