একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৩০শে অক্টোবর রোববার বিকাল সাড়ে ৪ টায় শুরু হবে। আজ বুধবার (১২ই অক্টোবর) রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ে গণসংযোগ শাখা সংসদ অধিবেশনের তথ্যটি নিশ্চিত করেছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসবে এ অধিবেশন।

এর আগে, গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। পাঁচ কার্যদিবসের ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৫টির। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিল পাস হয় তিনটি।