à¦à¦•à¦¾à¦¤à§à¦¤à¦°à§‡ মহান মà§à¦•à§à¦¤à¦¿à¦¯à§à¦¦à§à¦§à§‡ যে পাকিসà§à¦¤à¦¾à¦¨ নিরসà§à¦¤à§à¦°-নিরীহ বাঙালির ওপর বরà§à¦¬à¦° নিরà§à¦¯à¦¾à¦¤à¦¨-নিপীড়ন চালিয়েছিল, সেই দেশের পকà§à¦· নিয়ে জাতীয় সংসদে বকà§à¦¤à¦¬à§à¦¯ দিয়েছেন বিà¦à¦¨à¦ªà¦¿à¦¦à¦²à§€à§Ÿ সংসদ সদসà§à¦¯ (à¦à¦®à¦ªà¦¿) হারà§à¦¨à§à¦° রশীদ।
সà§à¦¬à¦¾à¦§à§€à¦¨à¦¤à¦¾à¦° সà§à¦¬à¦°à§à¦£à¦œà§Ÿà¦¨à§à¦¤à§€à¦° সময় পাকিসà§à¦¤à¦¾à¦¨ কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿ দলের বাংলাদেশ সফর à¦à¦¬à¦‚ মাঠে পতাকা ওড়ানো নিয়ে আলোচনা-সমালোচনার মà§à¦–ে পাকিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° পকà§à¦· নিয়ে জাতীয় সংসদে à¦à¦®à¦ªà¦¿ হারà§à¦¨ বলেন, কোনো দেশের পà§à¦°à¦¤à¦¿ বিদà§à¦¬à§‡à¦·à¦®à§‚লক মনোà¦à¦¾à¦¬ দেখানো ঠিক নয়।
শনিবার জাতীয় সংসদে পয়েনà§à¦Ÿ অব অরà§à¦¡à¦¾à¦°à§‡ দাà¦à§œà¦¿à§Ÿà§‡ পাকিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° পকà§à¦· নিয়ে হারà§à¦¨ বলেন, ‘বরà§à¦¤à¦®à¦¾à¦¨à§‡ বাংলাদেশে আনà§à¦¤à¦°à§à¦œà¦¾à¦¤à¦¿à¦• কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿ টà§à¦°à§à¦¨à¦¾à¦®à§‡à¦¨à§à¦Ÿ হচà§à¦›à§‡à¥¤ পাকিসà§à¦¤à¦¾à¦¨ ও বাংলাদেশ। পাকিসà§à¦¤à¦¾à¦¨ কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿ টিম বাংলাদেশের সঙà§à¦—ে খেলছে। বাংলাদেশ যা-ই খেলà§à¦• না কেন, পাকিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° সমরà§à¦¥à¦•à§‡à¦°à¦¾ তাদের পতাকা ওড়াচà§à¦›à§‡à¥¤ à¦à¦Ÿà¦¾à¦•à§‡ কেনà§à¦¦à§à¦° করে à¦à¦•à¦Ÿà¦¾ বিবà§à¦°à¦¤à¦•à¦° অবসà§à¦¥à¦¾ তৈরি হয়েছে। মনে রাখতে হবে, তারা কিনà§à¦¤à§ আমাদের দেশে মেহমান, অতিথি। আমাদের দেশের কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿ, আমাদের দেশের ফà§à¦Ÿà¦¬à¦², আমাদের দেশের মেয়েরা সারা পৃথিবীতে খেলছে। সেখানে পতাকা ওড়ে না বাংলাদেশের?’
তিনি আরও বলেন, ‘সেদিন à¦à¦•à¦œà¦¨ সদসà§à¦¯ দেখলাম বিà¦à¦¿à¦¨à§à¦¨à¦à¦¾à¦¬à§‡ বিদà§à¦¬à§‡à¦·à¦®à§‚লক কথাবারà§à¦¤à¦¾ বলেছেন। ’
বিà¦à¦¨à¦ªà¦¿à¦° হারà§à¦¨à§‡à¦° à¦à¦®à¦¨ বকà§à¦¤à¦¬à§à¦¯à§‡ সরকারি দলের সংসদ সদসà§à¦¯à¦¦à§‡à¦° তোপের মà§à¦–ে পড়েন। হারà§à¦¨ বকà§à¦¤à¦¬à§à¦¯ দেওয়ার সময় সরকারি দলের সদসà§à¦¯à¦°à¦¾ তà§à¦®à§à¦² হইচই করে পà§à¦°à¦¤à¦¿à¦¬à¦¾à¦¦ জানান।à¦à¦¤à§‡ উতà§à¦¤à¦ªà§à¦¤ হয়ে উঠে পà§à¦°à§‹ সংসদ।
তখন হারà§à¦¨ তার বকà§à¦¤à¦¬à§à¦¯ চালিয়ে যান। তিনি বলেন, ‘পাকিসà§à¦¤à¦¾à¦¨ টিম তো আসার দরকার ছিল না। পাকিসà§à¦¤à¦¾à¦¨à¦¿ টিমকে কেন খেলতে দিয়েছেন? খেলতে দিতেন না। দরকারই ছিল না। আপনি তো তাদের অনà§à¦®à¦¤à¦¿ দিয়েছেন। তারা à¦à¦–ানে à¦à¦¸à§‡à¦›à§‡à¥¤ à¦à¦Ÿà¦¿ ঠিক নয়। à¦à¦•à¦Ÿà¦¿ দেশের পà§à¦°à¦¤à¦¿ বিদà§à¦¬à§‡à¦·à¦ªà§‚রà§à¦£ আচরণ ঠিক নয়। à¦à¦Ÿà¦¿ আমাদের জনà§à¦¯ সমà§à¦®à¦¾à¦¨à§‡à¦° নয়, গৌরবের নয়।’
হারà§à¦¨ তার বকà§à¦¤à¦¬à§à¦¯à§‡ ১৯à§à§ª সালে জাতিসংঘে বঙà§à¦—বনà§à¦§à§à¦° দেওয়া à¦à¦¾à¦·à¦£ থেকে উদà§à¦¬à§ƒà¦¤ করে বলেন, ‘বঙà§à¦—বনà§à¦§à§ বলেছিলেন, à¦à¦¾à¦°à¦¤ বারà§à¦®à¦¾à¦° মতো অতীত থেকে মà§à¦– ফিরিয়ে পাকিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° সঙà§à¦—েও নতà§à¦¨ সমà§à¦ªà¦°à§à¦• সà§à¦¥à¦¾à¦ªà¦¨à§‡à¦° চেষà§à¦Ÿà¦¾à§Ÿ লিপà§à¦¤ রয়েছে। অতীতের তিকà§à¦¤à¦¤à¦¾ দূর করতে কোনো পà§à¦°à¦šà§‡à¦·à§à¦Ÿà¦¾ থেকে নিবৃতà§à¦¤ হইনি। ১৯৫ জন যà§à¦¦à§à¦§à¦¾à¦ªà¦°à¦¾à¦§à§€à¦•à§‡ কà§à¦·à¦®à¦¾ পà§à¦°à¦¦à¦°à§à¦¶à¦¨ করে উপমহাদেশে শানà§à¦¤à¦¿ সহযোগিতার নতà§à¦¨ ইতিহাস রচনা করেছি। আমরা আমাদের আনà§à¦¤à¦°à¦¿à¦•à¦¤à¦¾à¦° পà§à¦°à¦®à¦¾à¦£ দিয়েছি।’
তিনি বলেন, দেশে জাতীয় à¦à¦•à§à¦¯ গড়ে তোলার কà§à¦·à§‡à¦¤à§à¦°à§‡ সà§à¦¬à¦¾à¦§à§€à¦¨à¦¤à¦¾à¦° পরপরই à¦à¦¤à¦¿à¦¹à¦¾à¦¸à¦¿à¦• à¦à§‚মিকা নিয়েছিলেন, à¦à¦Ÿà¦¿ তার à¦à¦¤à¦¿à¦¹à¦¾à¦¸à¦¿à¦• দলিল। ঠসময় সরকারি দলের সদসà§à¦¯à¦°à¦¾ বà§à¦¯à¦¾à¦ªà¦• হটà§à¦Ÿà¦—োল করলে হারà§à¦¨ সà§à¦ªà¦¿à¦•à¦¾à¦°à§‡à¦° দৃষà§à¦Ÿà¦¿ আকরà§à¦·à¦£ করে বলেন, ‘বঙà§à¦—বনà§à¦§à§à¦° à¦à¦¾à¦·à¦£ নিয়ে কথা বললাম, à¦à¦–ানেও যদি বাধা দেন, তাহলে আর কী বলব মাননীয় সà§à¦ªà¦¿à¦•à¦¾à¦°à¥¤ আমি à¦à¦®à¦¨ কিছৠবলিনি, আমি ওনার à¦à¦¾à¦·à¦£ পড়ে শà§à¦¨à¦¿à§Ÿà§‡à¦›à¦¿à¥¤â€™
পরে নৌপরিবহণ পà§à¦°à¦¤à¦¿à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ খালিদ মাহমà§à¦¦ চৌধà§à¦°à§€ পয়েনà§à¦Ÿ অব অরà§à¦¡à¦¾à¦°à§‡ দাà¦à§œà¦¿à§Ÿà§‡ হারà§à¦¨à§‡à¦° à¦à¦®à¦¨ অবসà§à¦¥à¦¾à¦¨ ও বকà§à¦¤à¦¬à§à¦¯à§‡à¦° কড়া জবাব দেন। খালিদ বলেন, সংসদ সদসà§à¦¯ হারà§à¦¨ যেà¦à¦¾à¦¬à§‡ পাকিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° পকà§à¦· নিয়ে বকà§à¦¤à¦¬à§à¦¯ রেখেছেন, তাতে তাদের চরিতà§à¦° বেরিয়ে à¦à¦¸à§‡à¦›à§‡à¥¤à¦¤à¦¾à¦°à¦¾ যে রাজাকার, আলবদর, আলশামসের পকà§à¦·à§‡ কথা বলছেন ও রাজনীতি করছেন, তারা যে দেশের মà§à¦•à§à¦¤à¦¿à¦¯à§à¦¦à§à¦§à§‡à¦° চেতনা ধারণ করেন না, সেটা পà§à¦°à¦®à¦¾à¦£à¦¿à¦¤ হয়েছে।
পà§à¦°à¦¤à¦¿à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ বলেন, জাতির পিতাকে হতà§à¦¯à¦¾à¦° পর জিয়াউর রহমান হতà§à¦¯à¦¾à¦•à¦¾à¦°à§€à¦¦à§‡à¦° শà§à¦§à§ লালন-পালনই করেননি, পাকিসà§à¦¤à¦¾à¦¨à¦¿ ধারা বাংলাদেশে পà§à¦°à¦¬à¦°à§à¦¤à¦¨ করার জনà§à¦¯ সংবিধানকে কà§à¦·à¦¤à¦¬à¦¿à¦•à§à¦·à¦¤ করেছেন। বাংলাদেশের মà§à¦•à§à¦¤à¦¿à¦¯à§à¦¦à§à¦§à§‡à¦° চরিতà§à¦°à¦•à§‡ ধà§à¦¬à¦‚স করার চেষà§à¦Ÿà¦¾ করেছেন। à¦à¦•à¦‡ ধারায় তারা à¦à¦–নো রাজনীতি করে যাচà§à¦›à§‡à¦¨à¥¤ à¦à¦° পà§à¦°à¦®à¦¾à¦£ আজ হারà§à¦¨à§à¦° রশিদ সংসদে উপসà§à¦¥à¦¾à¦ªà¦¨ করলেন। তিনি বলেন, পাকিসà§à¦¤à¦¾à¦¨ অপরাধ করেছে। বঙà§à¦—বনà§à¦§à§ যেহেতৠশানà§à¦¤à¦¿à¦•à¦¾à¦®à§€ মানà§à¦·à§‡à¦° নেতা ছিলেন। তার সেই অহিংস ও শানà§à¦¤à¦¿à¦•à§‡ বিকৃত করে সংসদে উপসà§à¦¥à¦¾à¦ªà¦¨ করার চেষà§à¦Ÿà¦¾ হচà§à¦›à§‡à¥¤
খালিদ মাহমà§à¦¦ চৌধà§à¦°à§€ আরও বলেন, পাকিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° সঙà§à¦—ে বাংলাদেশের কূটনৈতিক সমà§à¦ªà¦°à§à¦• আছে। তাদের সঙà§à¦—ে অনেক অমীমাংসিত বিষয়ের সà§à¦°à¦¾à¦¹à¦¾ হয়নি। তার মানে à¦à¦‡ নয় যে সেই জায়গা থেকে বাংলাদেশ সরে গেছে।