একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩০শে অক্টোবর)। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে।
এবারের অধিবেশনেও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব কর্মচারীর করোনা পরীক্ষা করানো হয়েছে। খবর সংগ্রহের জন্য নিয়োজিত সাংবাদিকদেরও এ পরীক্ষা করানো হয়েছে।
এ অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন করা হতে পারে। এছাড়া সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন কয়েকটি বিলও উঠতে পারে।
এদিকে, অধিবেশনে সংশ্লিষ্টদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এরআগে গত পহেলা সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।