দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হবে নভেম্বরে। নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালুর পর তফসিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার  মোহাম্মদ আনিছুর রহমান। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এই কমিশনার জানান, ভোটের আগের দিন নয়, এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পৌঁছে দেয়া হবে। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধন্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ আনিছুর রহমান বলেন, নির্বাচনকে স্বচ্ছ আর আধুনিকায়ন করতে এবার নতুন অ্যাপ প্রস্তুত করছে নির্বাচন কমিশন। ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামের এই অ্যাপের মাধ্যমে জমা দেয়া যাবে মনোনায়নপত্র। জানা যাবে ভোটের সব তথ্য। যেহেতু নভেম্বরে এটি চালু হবে তাই তার আগে তফসিল ঘোষণা হবে না, এমন হিসেব করে নভেম্বরে তফসিলের ইঙ্গিত দিলেন এই নির্বাচন কমিশনার।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য ইসি কিছু করবে কি না, জানতে চাইলে আনিসুর বলেন, ‘না, আমরা আর ডাকব না। আমরা ফোন করেছিলাম এবং তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয় রাজনীতিবিদদের হাতে থাকা উচিত।’