গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। টানা অষ্টমবারের মতো তিনি আসনটি থেকে নির্বাচিত হলেন।
এই আসনের মোট কেন্দ্র ১০৮টি। মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে দুই লাখ ৫৩ হাজার ১৬৯ জন ভোটার ভোট দিয়েছেন। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শেখ আবুল কালাম (আম-এনপিপি) পেয়েছেন ৫৬০ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন একতারা প্রতীকে ৪৬৯ ভোট, জাকের পার্টির মাহাবুব মোল্যা গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. সহিদুল ইসলাম ডাব প্রতীকে পেয়েছেন ১২২ ভোট ও গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান মাছ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট।