আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩শ আসনে ভোট কেন্দ্র ৪২ হাজার ৩শ ৮০টি আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৬শ ৬৮টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভোট কেন্দ্র বেড়েছে ২ হাজার ১শ ৯৭ টি আর ভোটকক্ষ বেড়েছে ৫৪ হাজার ৩শ ৪৯টি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ ছিলো যথাক্রমে ৪০ হাজার ১শ ৮৩ টি এবং ২ লাখ ৭ হাজার ৩শ ১৯টি। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
ভোট কেন্দ্র বৃদ্ধির হার ৫ দশমিক চার সাত আর ভোটকক্ষ বৃদ্ধির হার ২৬ দশমিক দুই দুই শতাংশ। এসময় ইসি সচিব জানান, সেপ্টেম্বর থেকে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে।