সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচিত মাহমুদ হাসান রিপন। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তাকে শপথ বাক্য পাঠ করান। আজ মঙ্গলবার (১০শে জানুয়ারি) জাতীয় সংসদে শপথ নেন রিপন।
জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি এবং সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি ও ইঞ্জিনিয়ার এনামুল হক।
এর আগে গত বুধবার (৪ জানুয়ারি) গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোটগ্রহণ শেষে বিজয়ী হন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। ঘোষিত ফলাফলে রিপন ৭৮ হাজার ২৭৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহীদ রঞ্জু পান ৪৪ হাজার ৯৫০ ভোট।
গত বছরের ২২ জুলাই এ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।