অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এই সরকার সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা করে যেতে চায়। সংস্কার শেষ হলেই নির্বাচন আয়োজন করা হবে।

রোববার (১৭ই নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতিসহ গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন যুক্তরাজ্য। তবে আওয়ামী লীগকে ফেরানো নিয়ে যুক্তরাজ্যের মন্ত্রীর সাথে কোন আলোচনা হয় নি।

বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভিসা প্রসেস সম্পন্ন হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

নির্বাচন নিয়ে বৃটেনের আগ্রহ আছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোন রাজনৈতিক অভিবিলাস নেই । নির্বাচন ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য।