টানা তৃতীয় দিন বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার ও বুধবারের পর বৃহস্পতিবার (১৮ই মে) ভোর থেকেই বৃষ্টি নামে রাজধানীতে। হয়েছে ঝড়ও। বৃষ্টিতে তীব্র গরমে থেকে স্বস্তি মিললেও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

বৃষ্টির কারণে স্কুল ও অফিসে যেতে ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। সদরঘাট, গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, নিউমার্কেট, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমণ্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর এলাকায় কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের ছাতা হাতে হেঁটে কিংবা বিভিন্ন যানবাহনে গন্তব্যস্থলে ছুটে যেতে দেখা গেছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোণায়। রাজধানী ঢাকায় একই সময়ে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিকাল বা সন্ধ্যায় আবারও বৃষ্টি হতে পারে। দেশের সব জেলায় গত ২৪ ঘণ্টায় কম বেশি বৃষ্টি হয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।