প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে জড়িয়ে কেউ যাতে শান্তি নষ্ট করতে না পারে সেদিকে ইমামদের খেয়াল রাখতে হবে। ইসলাম ধর্ম যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।
ঢাকার অদূরে পূর্বাচলে ইমাম সম্মেলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সৌদি আরবের মসজিদে নববীর ইমাম ব্তব্য রাখেন। পরে এই অনুষ্ঠান থেকে দেশের বিভিন্ন স্থানে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এবং ষষ্ঠ পর্যায়ে দেশের আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের জন্য পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এই আয়োজন। এতে সারাদেশ থেকে আসা প্রায় এক লাখ ইমাম অংশ নেন। সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার ইসলামের প্রচার ও প্রসারে নানা পদক্ষেপ নিয়েছে। ইসলাম ধর্ম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি রাখতে ইমামদের প্রতি আহবান জানান।
শেখ হাসিনা বলেন, এ দেশে সবাই যেন নিজ নিজ ধর্ম নির্ভয়ে পালন করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করেছে তাঁর সরকার।
প্রধানমন্ত্রী মানুষের সেবা ও দেশের উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এজন্য ইমামদের কাছে দোয়া চান।
অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে দেশের বিভিন্ন জেলায় আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সবমিলে এ পর্যন্ত ৩শ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হলো। মোট ৫শ’ ৬৪টি মসজিদ নির্মাণ করবে সরকোর।