প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমালোচনাকারীদের কথায় কান না দিয়ে দেশের কল্যাণে যা প্রয়োজন আত্মবিশ্বাসের সাথে সেই কাজ করে যেতে হবে। র্যাব ফোর্সেস এর ১৯তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কিশোর গ্যাং এবং মাদকের বিরুদ্ধে আরও বেশি সোচ্চার হওয়ার জন্য র্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর কুর্মিটোলায় সংস্থাটির সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথানমন্ত্রী বলেন, যে কোন দুর্যোগ দুর্বিপাকে র্যাব অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছে। বিএনপি জামাত জোট দেশকে জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত করেছিলো। মাদক এবং জঙ্গিবাদ দমনে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ বিরোধী একটি চক্র আছে যারা দেশের উন্নয়ন দেখে না বরং বিদেশীদের কাছে বদনাম করে দেশের ভাবমূর্তি নষ্ট করার কাজ করছে। এদের চিহ্নিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
উন্নয়শীল দেশ হিসেবে যাত্রা শুরুর প্রস্তুতির জন্য দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজন। এজন্য সমালোচনাকারীদের কথায় কান না দিতে র্যাবের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোজার সময় এক শ্রেনীর ব্যবসায়ি ভেজাল পণ্যের এবং অধিক মুনাফার অপচেষ্টা করে এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।