বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় আমেরিকা। এজন্য দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সুরাহা করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমিয়ে আনায় র্যাবের প্রশংসা করেছেন তিনি। দু’দিনের ঢাকা সফরে এসে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান তিনি। আর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, আগামী ৫০ বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক অর্থবহ করতে আগ্রহী ঢাকা।
দু’দিনের সফরে গতকাল (শনিবার) রাতে ঢাকায় এসে আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে বৈঠক করেন তিনি। এসময় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ডোনাল্ড লু ও আবদুল মোমেন।
র্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বহির্ভূত হত্যা কমিয়ে আনতে র্যাব অভূতপূর্ব উন্নতি করেছে। এটা আশ্চর্যজনক কাজ। সামনের দিনগুলোতে র্যাব বিচার বহির্ভূত হত্যা না করে মানবাধিকারকে সম্মান করে সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইন্দো-প্যাসেফিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ ও জিএসপি সুবিধা দেয়া নিয়েও কথা বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে সব সময় গুরুত্ব দেয় বলে জানান পররষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
পরে ডোনাল্ড লু ফরেন সার্ভিস একাডেমিতে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেন। শ্রম অধিকার নিয়ে কাজ করা সংগঠন সলিডারিটি সেন্টার ও গণমাধ্যমের কয়েকজন সম্পাদকের সঙ্গেও বৈঠক করেন লু।