বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব আন্দোলনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ অক্টোবর) সকালে গুলশানে কাজী জাফর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতায় এবার নতুন কোনো মুরুব্বি নয়, বরং আন্দোলন সংগ্রামের নেতৃত্বে খালেদা জিয়াই থাকছেন।

খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়কে মূল লক্ষ্য ধরে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করছে বিএনপি। সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে শিগগিরই যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন তিনি।

সংলাপের আলোচনার বিষয়ে তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সরকারবিরোধী গণ-আন্দোলনের দফা ঠিক করা, খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নতুন ইসি গঠনসহ নানা বিষয়ে কথাও হয়েছে।

সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। মূলত সরকারবিরোধী প্লাটফর্মে আরও শক্তিশালী করতেই এই সংলাপ করছে বিএনপি।