কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু বলা থেকে বিরত থাকা এবং যেকোনো ধর্মের বিরুদ্ধে যায় এমন কোনো ঘটনাকে বড় করে দেখানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, সব ধর্মের প্রতি সবাইকে শ্রদ্ধা দেখাতে হবে। এ ব্যাপারে সরকারের গৃহীত শাস্তিমূলক ব্যবস্থাগুলোর দিকেও নজর দিতে বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, কেউ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু কেউ বলতে পারবে না। এটা যেকোনো ধর্মের জন্যই প্রযোজ্য। কারণ, এটা একটা বিশ্বাস, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে ভিডিওকনফারেন্সে যুক্ত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশে কেউ ধর্ম অবমানোনা করলে তার বিরুদ্ধে সরকার তৎক্ষনাত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার মধ্যরাতে দেশে ফেরার পরদিন মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গনভবন থেকে ভিডিওকনফারেন্সে যুক্ত হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সারা দেশে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী । পঞ্চগড়ে মন্দিরে যাবার পথে নৌকা ডুবির ঘটনায় অনেকের প্রাণহানীতে দুঃখ প্রকাশ করেন তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই দীক্ষা ধারণ করে অন্যের ধর্মের প্রতি সহাভূতিশীল হতে হবে। ধর্ম নিয়ে কেউ কটুক্তি করলে তার ছাড় নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে সাম্প্রদায়িক অপশক্তির কারণে সংঘাত হলেও আওয়ামী লীগ সরকার এ ধরনের ঘটনা রোধে সব সময়ই তৎপর ও সজাগ বলেও জানান শেখ হাসিনা।
সবার সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে বলেও জানান প্রধানমন্ত্রী। দশমীর দিনে যাতে কোনো অপ্রতিকর গটনা না ঘটে সেজন্য সবাইকে সাবধানী হওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।