আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার পর ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে নিষেধাজ্ঞার ভয়ে বিরোধী দলের সাথে সমঝোতা করে দেশটির ক্ষমতাবান সরকার। এরই ধারাবাহিকতায় দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (১৭ই অক্টোবর) বিরোধী দলের সাথে সমঝোতা স্বাক্ষর হয়েছে।
এ চুক্তি সাক্ষরের কয়েক ঘণ্টা পরই মার্কিন অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে ভেনেজুয়েলাকে একটি জেনারেল লাইসেন্স দিয়েছে। এ লাইসেন্সের মেয়াদ থাকবে ছয় মাস। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বিশেষ কিছু শর্তে এ লাইসেন্স দেয়া হয়েছে। এ শর্ত অনুযায়ী, নভেম্বর মাস শেষ হওয়ার আগে ভেনেজুয়েলার বর্তমান সরকারকে কারাবন্দি সব বিরোধীদলীয় নেতা ও মার্কিন নাগরিকদের মুক্তি দিতে হবে। এ শর্ত পূরণ না করলে ছয় মাস পরে বাতিল করা হবে সেই লাইসেন্স।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, বিরোধীদলগুলোর সঙ্গে যদি এই সমঝোতা বা প্রতিশ্রুতি পূরণ করা না হয়, তাহলে নিষেধাজ্ঞা পুরোপুরি আবার দেওয়া হবে। দেশটিতে আগামী বছরের দ্বিতীয়ার্ধে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন।
বিভিন্ন সূত্রের তথ্যমতে, গণতান্ত্রিক পরিস্থিতিতে ছাড়ের বিনিময়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের প্রশাসনের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। মঙ্গলবার এক সূত্রের বরাতে এমন দাবি করা হয়েছে। বলা হয়েছে, বারবাডোজে হোয়াইট হাউসের সাথে এ নিয়ে চুক্তি চূড়ান্ত করা হয়েছে। যদিও এমন দাবি করা হলেও আসলে নিষেধাজ্ঞা কতটা শিথিল করা হবে বা আসলেই কেমন কী হবে তা স্পষ্ট হওয়া যায়নি।