ভারতে সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দেয়নি দেশটির সুপ্রিম কোর্ট। তবে এই সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়ে কেন্দ্রের কমিটিকে পদক্ষেপ নিতে বলেছে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ।
এ বিষয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, সমলিঙ্গ সম্পর্কের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কেন্দ্র যে কমিটি গড়েছে, এ বিষয়ে সেই কমিটির অগ্রসর হওয়া উচিত।
সমলিঙ্গে বিয়ের আবেদনের প্রেক্ষিতে টানা ১০ দিনের শুনানির শেষে ১১ মে রায় সংরক্ষিত রেখেছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।
আজ রায় ঘোষণা আগে পাঁচ বিচারপতি একটি বিষয়ে একমত হয়েছেন। ভারতে বিয়ে সংক্রান্ত যে আইন আছে, তা পরিবর্তন করার এখতিয়ার সুপ্রিম কোর্টের নেই। একমাত্র পার্লামেন্টই সে কাজ করতে পারে। ফলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পরিবর্তন করে সেখানে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দেওয়া সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে নেই বলে জানিয়েছেন তারা।