আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, সমাবেশের অনুমতির জন্য আমরা এখনো কোনো চিঠি পাইনি। সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে। আমাদের আচরণবিধিতে যা আছে তাই অনুসরণ করতে হবে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির কর্মকর্তাদের সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুমতি ছাড়া করতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যদি কোড অব কন্ডাক্ট ভায়োলেশন হয় তাহলে কমিশন ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘যদি কোথাও কোনো রাজনৈতিক সমাবেশ করতে হয় তাহলে অনুমতি নিতে হবে। আমাদের আচরণবিধিতে যেভাবে আছে, সে অনুযায়ী করতে হবে।’

অশোক কুমার গণমাধ্যমকর্মীদের জানান, ‘ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আমি এবং আমাদের যুগ্ম সচিবরা কথা বলেছি। মূলত তাদের কিছু জানার বিষয় ছিল। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় আমাদের কাছে জানার ছিল। সেই বিষয়গুলো আমরা জানিয়েছি।’

ইইউ টিমে ছিলেন-ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) ও রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।