আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সম্ভাব্য জঙ্গি হামলা নস্যাৎ করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, “আমাদের কাছে তথ্য আছে, ৫০ যুবক জঙ্গি হামলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেছে। তারা বিভিন্ন পূজামণ্ডপে হামলার জন্য ট্রেনিংও করছে, এগুলোর ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”

যেকোনো সম্ভাব্য জঙ্গি হামলার কথা মাথায় রেখে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ডিএমপি কমিশনার।

এছাড়া যেসব পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে ২৪ ঘণ্টা পুলিশ ও আনসার সদস্যদের নজরদারি থাকবে বলে জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী ১ অক্টোবর থেকে মহাষষ্ঠীর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এবং ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

এ বছর রাজধানীতে ২৪১টিসহ সারাদেশে ৩২,১৬৮টি মণ্ডপে (প্যান্ডেল) দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।